বান্দর জেলা সদর হতে ১০৭ কিলোমিটার, লামা উপজেলা সদর হতে প্রায় ৮ কি:মি. দুরত্বে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ অবস্থিত। অত্র ইউনিয়নের পূর্বে -লামা সদর ইউনিয়নের সীমানা, পশ্চিমে- লামা পৌরসভা সীমানা, উত্তরে- লামা পৌরসভা সীমানা, দক্ষিনে- আলীকদম উপজেলা সীমানা রয়েছে। অত্র ১৯৯৩ইং সনে লামা সদর ইউনিয়ন হতে বিভক্ত হয়ে নতুন ভাবে গঠিত হয়। সর্বপ্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব চাহ্লাখইন মার্মা (হেডম্যান)। বর্তমানে ইউনিয়নে মৌজার সংখ্যা ০৩টি, গ্রামের সংখ্যা ১৩টি, পাড়ার সংখ্যা-৭২টি, পরিবার সংখ্যা ২৬৯৫টি, মোট জনসংখ্যা ১৬,০০০। অত্র ইউনিয়নে মুসলিম, মার্মা, বড়ুয়া, মুরুং, ত্রিপুরা ইত্যাদি সম্প্রদায় সম্প্রীতির সাথে দীর্ঘদিন যাবৎ বসবাস করিয়া আসছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS